বিপিএলের নিলামের প্রথম ডাকেই পারদ চড়ে যায়। নাঈম শেখকে নিয়ে কাড়াকাড়ি লেগে যায় দলগুলোর। আকাশছোঁয়া ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস। কোটিপতি নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির নাঈমকে পেতে নিলামে প্রথমে ডাক তোলে সিলেট টাইটান্স। এরপর একে একে নিলামে অংশ নেয় নোয়খালী এক্সপ্রস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। শেষ পর্যন্ত চট্টগ্রামই বাজিমাত করে। ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক লিটন দাস। নিলামের দ্বিতীয় ডাকে উঠেছেন টাইগার অধিনায়ক লিটন। তার ভিত্তিমূল্যও ছিল ৫০ লাখ টাকা। সিলেট টাইটান্সকে পেছনে ফেলে শেষ পর্যন্ত ৭৫ লাখ টাকায় লিটনকে দলে নিয়েছে রংপুর। লিটন, হৃদয়, মাহমুদুল্লাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে রংপুর। বিপিএলের ১২তম আসরে নিলাম হয়েছে গতকাল স্থানীয় একটি পাঁচতারা হোটেলে। নিলামে নাম ছিল না ফিক্সিংয়ে অভিযুক্ত ৯ ক্রিকেটার। বাদ পড়া ক্রিকেটাররা নিলামে তাদের নাম অন্তর্ভুক্তির জন্য গতকাল হাই কোর্টে রিট করেছিলেন। তাদের রিট খারিজ করে দেন বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও রাজিউদ্দীন আহমেদের হাই কোর্ট বেঞ্চ।
দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিলামের শুরুতে দল পাননি দেশের ক্রিকেটের দুই কিংবদন্তি মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। অবশ্য শেষ দিকে দুই সাবেক অধিনায়ক দল পেয়েছেন। দল পেয়েছেন মুমিনুল হক। রিয়াদ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। এখন শুধু ঘরোয়া ক্রিকেট খেলেন। গতকাল তাকে ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। গত সপ্তাহে মিরপুরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার বিরল ক্লাবের সদস্য মুশফিকও দল পেয়েছেন। শততম টেস্ট খেলা সাবেক অধিনায়ককে ৩৫ লাখ টাকায় নিয়েছে রাজশাহী। ২২ লাখ টাকায় মুমিনুলকে নিয়েছে রাজশাহী। দল পেয়েছেন নাসির হোসেন। ১৮ লাখ টাকায় তাকে দলে নিয়েছে ঢাকা। গতকাল বিপিএলের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটি স্বচ্ছ টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, আগামীতে নারীদের বিপিএল আয়োজনের কথাও বলেছেন। যদিও বিসিবির আগের পরিচালনা পর্ষদ নারীদের বিপিএল আয়োজনের কথা বলেছিল বারবার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে দলগুলো আগ্রহ দেখায়নি ভারতের পীযুষ চাওলা ও পাকিস্তানের শোয়েব মালিককে নিয়ে।
রংপুর নিলামের আগে স্থানীয় ক্রিকেটারদের কোটায় দলে রেখেছিল মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে। বিদেশি ক্রিকেটার ছিলেন খাজে নাফে ও সুফিয়ান মুকিম। গতকাল নিলাম থেকে দলভুক্ত করেছেন লিটন, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, অ্যালিস ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, কামরুল ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদকে। হৃদয়কে ৯২ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। ‘স্পিডস্টার’ নাহিদ রানাকে ৫৬ লাখ টাকায় রংপুর দলে ভিড়িয়েছে রাজশাহী ও নোয়াখালীকে পেছনে ফেলে। অফ স্পিনার অ্যালিস ইসলামকে দলে নিয়েছে ২৮ লাখ টাকায় ও বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানকে নিয়েছে ৪২ লাখ টাকায়। বিদেশি ক্রিকেটারদের কোটায় রংপুর নিয়েছে এমিলো গে ও মোহাম্মদ আখলাককে।
.jpg)