বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল পাঁচবার ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিনবার ফিফা বিশ্বকাপ ট্রফি জিতেছে। সেই দুই পরাশক্তি এখন ক্রিকেটের ২২ গজেও নিজেদের শক্তি পরীক্ষা চালাচ্ছে। তবে ফুটবলের তুমুল প্রতিদ্বন্দ্বিতার বিপরীতে ক্রিকেটের আঙিনায় চিত্র সম্পূর্ণ ভিন্ন, এখানে ব্রাজিলের ওপর আর্জেন্টিনার একচ্ছত্র আধিপত্য আবারও প্রতিষ্ঠিত হলো। শুক্রবার রাতে বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ দ্বৈরথে আর্জেন্টিনা ৮ উইকেটের বিশাল ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারায়। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আলবিসেলেস্তেরা। ব্রাজিল প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রানেই তাদের ইনিংস শেষ করে। জবাবে আর্জেন্টিনা কেবল ১৪.৫ ওভারেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে। ক্রিকেটে এখন পর্যন্ত দুই দল ৩টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে, যার সবকটিতে জিতেছে আর্জেন্টিনা।
২০১৯ সাল থেকে আন্তর্জাতিক টি-২০ খেলা শুরুর পর আলবিসেলেস্তেরা ২৯ ম্যাচ খেলে ১৭টিতে জয় পেয়েছে। আর ব্রাজিল ১৬ ম্যাচে জিতেছে মাত্র ৪টিতে।