মর্যাদার লড়াইয়ে আবাহনীকে হারিয়ে মোহামেডানে স্বস্তি নেমে এসেছিল। এক ম্যাচ পর আবারও হারের লজ্জায় বন্দি সাদা-কালোরা। বড় ম্যাচে জয় পেয়ে যেখানে সামনে এগিয়ে যাওয়ার পালা। সেখানে কি না ১০ দলের পেশাদার ফুটবল লিগে নবম স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৫-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে এককভাবে শীর্ষে উঠেছে। গতকাল মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে ০-২ গোলে হেরে গেছে ৭৭ বছরের লিগ ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জেতা ক্লাবটি। ফকিরেরপুল সেই ক্লাব, যারা গত লিগে টানা আট ম্যাচে জেতা মোহামেডানকে হারিয়েছিল প্রথম লেগে। শুধু তাই নয়, ১৯৮৫ থেকে ১৯৮৯ পর্যন্ত সাড়ে তিন বছর লিগে অপরাজিত থাকা মোহামেডানকে হারায় ফকিরেরপুলই।
সত্যি বলতে কী- ফকিরেরপুল নামটি এখন মোহামেডানের কাছে আতঙ্কে পরিণত হয়েছে। অবশ্য এবারের লিগে চ্যাম্পিয়নদের এটি প্রথম হার নয়। প্রথম ম্যাচেই তারা ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হারে। পরের ম্যাচে পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র ও আগের ম্যাচে ঢাকা আবাহনীকে ২-১ গোলে হারায়। কিন্তু মর্যাদার লড়াইয়ে জিতে লাভ হলো কী? নিচের সারির দলের কাছে হেরে নেমে আসতে হলো ৯ নম্বরে। দুর্বল প্রতিপক্ষের কাছে হারলে অঘটন বলা হয়। মোহামেডানের হার কি অঘটন? ফুটবল বিশ্লেষকদের মতে, এমন বিপর্যয়ের জন্য ক্লাব ম্যানেজমেন্টই দায়ী।
কেননা, বারবার চাওয়ার পরও ম্যানেজমেন্ট খেলোয়াড়দের অর্থই শোধ করছে না। এ নিয়ে খোদ ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব ও গোলরক্ষক প্রশিক্ষক ছাইদ হাছান কাননও ক্ষোভ প্রকাশ করেছেন। যতই সংকট থাকুক খেলোয়াড়রা একেবারে টাকা না পেলে সুস্থ মানসিকতা নিয়ে খেলতে পারে কি?
আবাহনীর বিপক্ষে জেতার পরও অর্থ পরিশোধ করা তো দূরের কথা। খেলোয়াড়দের আশ্বাস দেওয়ার প্রয়োজনও মনে করেননি।
ফলাফলও এসেছে তেমন। ভিতরে যন্ত্রণা থাকলে মন দিয়ে কি খেলা যায়? ম্যাচে মোহামেডানের গতিই বলে দিচ্ছিল খেলোয়াড়রা কতটা অসহায়। প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মোহামেডান আর পেরে ওঠেনি। ৪৭ মিনিটেই জটলার মধ্য থেকে ফকিরেরপুলকে এগিয়ে নেন ইরফান হোসেন। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। গোলরক্ষক সাকিব সতর্ক থাকায় ফকিররপুল জালে বল পাঠাতে পারেনি। ৬১ মিনিটে মোহামেডানের তিন ডিফেন্ডারের মধ্য থেকে বল নিয়ে বেরিয়ে যান ওয়াতারাবেন ইব্রাহিম। বক্সে ঢুকে নিজেই গোল করেন। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে ফকিরেরপুল এখন আটে উঠে এলো। সমান ম্যাচে মোহামেডান নামল নয়ে। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি ও ব্রাদার্স ইউনিয়ন গোলশূন্য ড্র করে।
বসুন্ধরা কিংস অ্যারিনায় পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হয়েছিল রহমতগঞ্জের বিপক্ষে। যারা জিতবে তারাই এককভাবে শীর্ষে উঠে যাবে। দাপুটে খেলা খেলে কিংস প্রতিপক্ষ রহমতগঞ্জকে পাত্তাই দেয়নি। আগের তিন ম্যাচে সেভাবে নিজেদের চেনাতে না পারলেও গতকাল বসুন্ধরা কিংস সত্যিই ছিল কিং। ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী দল রহমতগঞ্জকে। এ জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে এককভাবে লিগে শীর্ষে উঠল কিংস। বিজয়ী দলে এমানুয়েল সানডে ২টি, ফাহিম, তপু ও ডরিয়েলটন ১টি করে গোল করেন।