ম্যাচটা শুরু হতেই অস্ট্রেলিয়ার অলিভার উইল বাংলাদেশের জালে গোল করলেন। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণা হকি স্টেডিয়ামের দর্শকরা একপেশে একটা ম্যাচ দেখার প্রস্তুতি নিয়ে নিলেন! তবে বাংলাদেশ ঘুরে দাঁড়াল। বিশ্ব হকির চতুর্থ দল অস্ট্রেলিয়ার চোখ রাঙানি উপেক্ষা করে বীরের মতোই লড়াই করল। গোলের বদলে গোল করল। জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশের ছেলেরা। তবে জুনিয়র হকি বিশ্বকাপে নিজেদের পদচিহ্ন ভালোভাবেই রেখে দিলেন আমিরুল ইসলামরা।
ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। সেই পেনাল্টি কর্নার কাজে লাগিয়েই গোল করেন আমিরুল ইসলাম। প্রথমার্ধ্বটা ১-১ ব্যবধানে শেষ করে দুই দল। সেয়ানে-সেয়ানে লড়াই করার ইঙ্গিত দিয়ে দেয়
বাংলাদেশ। তবে জুনিয়র হকি একবারের চ্যাম্পিয়ন (১৯৯৭) এবং তিনবারের রানার্সআপ (১৯৮২, ১৯৮৯ ও ২০০৫) অস্ট্রেলিয়া ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় দ্বিতীয় কোয়ার্টারে। ইয়ান গ্রোবলারের গোলে ১৮ মিনিটে ফের এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ২২ মিনিটে ডাইলান ব্রিকের গোলে ব্যবধান ৩-১ করে তারা। ডানকান জ্যাকসন ২৩ মিনিটে গোল করলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় অস্ট্রেলিয়া। অবশ্য তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ডাচ কোচ আইকম্যানের শিষ্যরা। আমিরুল ইসলাম পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগিয়ে ফের গোল করেন। তৃতীয় কোয়ার্টার শেষ হয় ৪-২ ব্যবধানে। চতুর্থ কোয়ার্টারের শুরুর দিকেই ডাইকিন স্টেনজারের গোলে অস্ট্রেলিয়া ৫-২ ব্যবধানে এগিয়ে যায়। ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করেন আমিরুল ইসলাম। তার হ্যাটট্রিকে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার যুব হকি দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে বাংলাদেশ। ম্যাচটা শেষ হয় ৫-৩ ব্যবধানে।
হকিতে প্রথম বিশ্বকাপ খেলল বাংলাদেশ। পৃথিবীতে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল, ক্রিকেট ও হকিই অন্যতম। ক্রিকেটে বাংলাদেশ সব ফরম্যাটেই বিশ্বকাপ খেলেছে। ফুটবলে বিশ্বকাপ বহুদূর। ক্রিকেটের পর হকিতেও বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করল বাংলাদেশ। জুনিয়র হকিতে যাত্রা শুভ না হলেও উদ্দেশ্য পূরণ হয়েছে। আইকম্যান গত সেপ্টেম্বরে দায়িত্ব নিয়ে এমন লড়াই উপহার দেওয়ারই ইঙ্গিত দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দলের বিপক্ষে খেলে কথা রেখেছেন তিনি। র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার (৪ নম্বর) তুলনায় বাংলাদেশ ২৩ ধাপ পিছিয়ে আছে। এই ব্যবধান মাঠের লড়াইয়ে খুব একটা বুঝতে দেননি আমিরুল ইসলামরা।
হকি বিশ্বকাপে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। আজ দক্ষিণ কোরিয়া এবং ২ ডিসেম্বর ফ্রান্সের মুখোমুখি হবেন মেহরাব হাসানরা। ফ্রান্স র্যাঙ্কিংয়ে ৯ এবং দক্ষিণ কোরিয়া ১৬ নম্বরে অবস্থান করছে। বাংলাদেশ আছে ২৭ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসের সঙ্গেই লড়াই করেছেন মেহরাব-আমিরুলরা। এবার ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া ম্যাচের অপেক্ষা। অন্তত একটি ম্যাচে জয়ের আশা নিয়েই বিশ্বকাপে খেলতে গেছে বাংলাদেশ। কাঙ্ক্ষিত সেই জয় কি ধরা দেবে আজ!