আগামীকাল বিপিএলের ১২তম আসরের নিলাম। টি-২০ ফরম্যাটের টুর্নামেন্টের এবারের আসরে অংশ নেবে ছয় দল। নিলামে দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল গোছাবে দলগুলো। অবশ্য নিলামের আগে দলগুলো দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে। এর মধ্যেই ছয় দল ২৪ ক্রিকেটারের মধ্যে ১৯ জনকে সরাসরি দলভুক্ত করেছে। রংপুর রাইডার্স দলে নিয়েছে জাতীয় দলের দুই ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। ঢাকা ক্যাপিটালস দেশি ক্রিকেটারদের মধ্যে দলে নিয়েছে পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার সাইফ হাসানকে। বিদেশি ক্রিকেটার হিসেবে নিয়েছে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খানকে। নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স দলভুক্ত করেছে স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। বিদেশি ক্রিকেটার হিসেবে নিয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরকে। রাজশাহী ওয়ারিয়র্স দলে নিয়েছে দুই বাঁ-হাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও ওপেনার তানজিদ হাসান তামিমকে। বিদেশি ক্রিকেটার দলভুক্ত করেনি রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। আরেক নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস দলে নিয়েছে বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে। বিদেশিদের মধ্যে নিয়েছে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে। চট্টগ্রাম রয়্যালস চুক্তিবদ্ধ করেছে অপ স্পিনার শেখ মেহেদি হাসান ও বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে। বিদেশি ক্রিকেটার নিয়েছে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে।