অবশেষে জয়ের মুখ দেখল ঢাকা আবাহনী। পেশাদার ফুটবল লিগে আগের তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছিল তারা। শেষ পর্যন্ত কিছুটা হলেও স্বস্তি এসেছে লিগে প্রথম জয়ে। গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা আবাহনী ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে। এই ভেন্যুতে আগের দুই ম্যাচে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছিল তারা। পুলিশও তাদের পাকড়াও করে কি না এ নিয়ে চিন্তিত ছিলেন দলের সমর্থকরা। তা ছাড়া পুলিশের শক্তি একেবারে খারাপ নয়। ড্র করে মোহামেডানকে রুখে দিয়েছে তারা। সে ক্ষেত্রে আবাহনীও হোঁচট খেলে অবাক হওয়ার কিছু থাকত না। যাক চতুর্থ ম্যাচে এসে আবাহনীকে চেনা রূপে দেখা গেছে। বিশেষ করে আগের ম্যাচগুলোয় নিষ্ক্রিয় থাকা সোলেমান দিয়াবাতে গতকাল জ্বলে ওঠায় আবাহনীর আক্রমণটা ছিল বেশ সচল। তবে মোহামেডানে তিনি যে গতি সম্পন্ন খেলাটা খেলতেন তা এখনো অনুপস্থিত। ম্যাচে আবাহনী এগিয়ে যায় তারই গোলে। প্রথমার্ধে ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে এগিয়ে রাখেন দিয়াবাতে। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনামুল ইসলাম। চার ম্যাচে আবাহনীর সংগ্রহ চার পয়েন্ট।
এদিকে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফর্টিস এফসি ১-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। বিজয়ী দলের সাগর গোলটি করেন। এদিকে আজ বসুন্ধরা কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ শীর্ষে উঠতে লড়বে। তিন ম্যাচে উভয় দলই সাত পয়েন্ট সংগ্রহ করেছে। মানিকগঞ্জে ঢাকা মোহামেডান অ্যাওয়ে ম্যাচ খেলবে ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডির প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।