আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে আগ্রহ দেখা যায়নি দর্শকদের। স্টেডিয়ামের তিন ভাগের দুই ভাগ গ্যালারিই ছিল দর্শকশূন্য। এমন পরিস্থিতিতে টসে হেরে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। গতকাল বৃহস্পতিবার টি-২০ সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এ দৃশ্য দেখা যায়। বাংলাদেশ নিজেদের সর্বশেষ টি-২০ ম্যাচটা খেলেছিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজের তিন ম্যাচেই দর্শক ছিল গ্যালারি ভর্তি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে আশানুরূপ দর্শক না থাকায় হতাশ অনেকে। ক্রীড়া সংশ্লিষ্টদের দাবি, চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের জন্য উর্বর ভূমি। ক্রিকেটের জন্য সব সময় দর্শক মুখিয়ে থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিক শেষ কর্মদিবস হওয়ার কারণে কর্মব্যস্ততায় অনেকে আসতে পারেনি। আগামীকাল দ্বিতীয় ম্যাচে দর্শকশূন্যতা থাকবে না।
স্টেডিয়ামের প্রবেশ গেটে কিছু দর্শক দেখা গেছে। তাদের অনেকে অনলাইনে টিকিট কাটতে পারেননি। আশপাশে টিকিট কাউন্টার না পেয়ে কালোবাজার থেকে ৫০-১০০ টাকা বাড়তি দিয়ে অনেককে টিকিট নিতে দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, প্রতিটি টিকিট মিলছে কয়েক গুণ বেশি দামে। সাধারণ স্ট্যান্ডের ১০০ টাকার টিকিট কালোবাজারিতে মিলছে ২৫০-৩০০ টাকায়।
গ্যালারিতে বসে খেলা দেখা বাংলাদেশি জার্সি গায়ে আরিফুল ইসলাম নামে এক দর্শক জানান, অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে, আবার অনেকে অনলাইনে কীভাবে টিকিট কাটবে তা জানে না। যার কারণে অনেকে গেট থেকে বাড়তি দামে টিকিট নিয়েছে। মাঠে দর্শকের সংখ্যা বেশ কম, আগে দর্শকদের উন্মাদনা ক্রিকেটারদের বাড়তি উৎসাহ দিত। আজকে কর্মদিবস থাকায় হয়তো দর্শক সংখ্যা কম। বন্ধের দিন দর্শকখরা কেটে যাবে আশা করি।
তিন ম্যাচ টি-২০ সিরিজে বৃহস্পতিবারের প্রথম ম্যাচ ছাড়াও আগামীকাল ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক কোনো ম্যাচ না থাকা এ সিরিজকে টাইগারদের ফাইনাল পরীক্ষা বলছেন সংশ্লিষ্টরা।