শুধু ক্রিস্টিয়ানো রোনালদো নন, তার ভক্তদের জন্য এটি বড় সুখবর। আগামী বিশ্বকাপ ফুটবলে পর্তুগালের খেলা নিশ্চিত হয়েছে আগেই। শঙ্কা ছিল দলের বড় তারকা রোনালদো শুরু থেকে বিশ্বকাপ খেলতে পারবেন কি না। ফিফা জানিয়েছে, আপাতত তারা শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন না। পর্তুগালের হয়ে রোনালদো শুরু থেকেই খেলতে পারবেন। বিশ্বকাপ স্কোয়াডে রোনালদো থাকবেন এটা নিশ্চিত। বয়সকে হার মানিয়ে তিনি অসাধারণ সব গোল করছেন। বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার বলেছিলেন, যদি পর্তুগাল চূড়ান্ত পর্বে খেলে তাহলে এটিই হবে তার শেষ বিশ্বকাপ। কিন্তু দেশের হয়ে যদি প্রথম দুই ম্যাচ না খেলতেন সেই বিদায় কী রাজকীয় হতো? দুশ্চিন্তায় ছিলেন সিআর সেভেন ভক্তরা। বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় পর্তুগাল। সে ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার ডারাওশেকে মারাত্মক আঘাত করে লাল কার্ড পান রোনালদো। ফিফার নিয়ম অনুযায়ী সহিংস আচরণের জন্য সাধারণত তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয়। এখন শুরু থেকে খেলতে পারবেন তিনি।