গুয়াহাটিতে টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। শেষ দিন পর্যন্ত খেলা হলেও লজ্জার হার এড়াতে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকার ৩৬ বছর বয়সি অফ স্পিনার সাইমন হারমারের ঘূর্ণিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে। হেরেছে ৪০৮ রানের আকাশসমান ব্যবধানে। এর আগে ২০০৪ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল ৩৪২ রানে। যা ছিল এতদিন ভারতের সবচেযে বড় ব্যবধানে হার। এর আগে কলকাতায়ও হেরেছিল। টানা দুই টেস্ট হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। টেস্ট ক্রিকেটে এটা বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জয়। প্রোটিয়াদের সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালে ৪৯২ রানে। টেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ১১ টেস্টে ১০টি জিতল। গুয়াহাটিতে ভারত যেমন লজ্জাজনক ব্যবধানে হেরেছে। তেমনই প্রোটিয়া ক্রিকেটার এইডেন মার্করাম নতুন একটি বিশ্ব রেকর্ড গড়েছে। ১৪৮ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ও একমাত্র ফিল্ডার হিসেবে টেস্টে ৯টি ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
আগের রেকর্ড ছিল ভারতের আজিঙ্কা রাহানের। ২০১৫ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ৮টি ক্যাচ ধরেছিলেন। ২ টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন হারমার। ম্যাচসেরা হয়েছেন মার্কো জেনসেন ৯৩ রান এবং ৬/৪৮ ও ১/২৩ অলরাউন্ডিং পারফরম্যান্স করে। টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে স্বাগতিকরা অলআউট হয় ২০১ রানে। ৫ উইকেটে ২৬০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ৫৪৯ রানের আকাশসমান টার্গেট ছুড়ে হারমারের ঘূর্ণিতে স্বাগতিকদের ১৪০ রানে গুটিয়ে দেয় বাভুমা বাহিনী। ভারতের মাটিতে এ নিয়ে মাত্র দুবার টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। ২০০০ সালে প্রথমবার একই ব্যবধানে (২-০) সিরিজ জিতেছিল।