চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে আয়োজিত সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশের প্রথম সেমিফাইনালে ৩-৩ গোলে ড্র হয়ে ট্রাইবেকারে গড়ায় খেলাটি। ট্রাইবেকারে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে ৯০ মিনিটের মূল ম্যাচে একটি করে গোল করেন মো. আকতারুজ্জামান, মোহাম্মদ সাকিব চৌধুরী এবং মোহাম্মদ আশিক। অপরদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশের পক্ষে একটি করে গোল করেন মো. আবদুর রহিম, রুবায়েত হোসেন এবং সিরাজুল ইসলাম রানা। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলকিপার শওকত হোসেন হাসান।
আজ বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন এবং এসএ ফ্যামিলি স্পোর্টস ক্লাব।