জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেয়েছে বরিশাল বিভাগ। গতকাল কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ঢাকা বিভাগকে ৬ উইকেটে হারিয়েছে। দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক তানভীর ইসলাম। ঢাকার দ্বিতীয় ইনিংসে তিনি ৬৪ রানে ৭ উইকেট নিয়েছেন। তানভীরের ঘূর্ণি বলে দিশাহারা ঢাকা দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয়। ম্যাচ জিততে বরিশালের প্রয়োজন পড়ে ১০২ রান। ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। ওপেনার ইফতিখার ৫৭ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ৭৮ রান করেছিলেন তিনি। এ ম্যাচেই তার ১ হাজার রানের মাইলফলক হয়েছে।
শেষ দিনটা ঢাকা শুরু করেছিল ৫ উইকেটে ১২৪ রান নিয়ে। গতকাল ২২.২ ওভারে ৪৫ রান যোগ করে দলটি। আগের দিন ২ উইকেট পাওয়া তানভীর গতকাল নেন ৫ উইকেট। ৪৫ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারের অষ্টম পাঁচ উইকেট পাওয়া তানভীরের এটি দ্বিতীয় সেরা বোলিং।