মেজর লিগ সকারের প্লে-অফে দুরন্ত খেলে চলেছেন লিওনেল মেসি। তার ঝলকে ইন্টার মায়ামি আরও এক কীর্তিও দ্বারপ্রান্তে। মেসিরা প্রথমবারের মতো এমএলএস ইস্টার্ন কনফারেন্স কাপ জয়ের স্বপ্ন দেখছে। গতকাল আরও একবার জ্বলে উঠলেন কাতার বিশ্বকাপজয়ী এ আর্জেন্টাইন তারকা। জাদুকরের পারফরম্যান্সে ভর করে প্রথমবার এমএলএস ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। দলটির ইতিহাসে প্রথমবারের মতো তারা মেজর লিগ সকার ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে পৌঁছেছে। সোমবার ভোরে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা এফসি সিনসিনাটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। ম্যাচে একটি গোল এবং তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি।
এ ম্যাচে গোল করে ও গোল করিয়ে আরও একটা রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছেন তিনি। এক মৌসুমে এমএলএস প্লে-অফে ১২ গোলে অবদান তার। ছয় গোল ও ছয় গোলে রূপকার। ম্যাচে সিনসিনাটির বিপক্ষে গোল করতে লিওনেল মেসির সময় লেগেছে ১৯ মিনিট। বামপ্রান্ত থেকে মাতেও সিলভেত্তির মাপা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মেসি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি। বিরতির পর সিলভেত্তি একটি এবং তাদেও আয়েন্দে দুটি গোল করেন। ২০২৫ মৌসুমের নিয়মিত খেলায় এ সিনসিনাটির কাছে বিধ্বস্ত হয়েছিল মায়ামি। নিজেদের মাঠের খেলায় গোলশূন্য ড্র করেছিল। আর অ্যাওয়েতে হেরেছিল ৩-০ গোলে। এবার তারই যেন প্রতিশোধ নিল মায়ামি। এ জয়ের ফলে শিরোপা থেকে আর মাত্র দুই ধাপ দূরে মেসিরা। ফিলাডেলফিয়া ইউনিয়ন ও নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে তারা ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে খেলবে। তার পর ওয়েস্টার্ন কনফারেন্সের জয়ী দলের সঙ্গে চূড়ান্ত লড়াই।