চীনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের ছেলেরা। ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে গ্রুপ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে নাজমুল হুদা ফয়সালের দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৫-০ গোলে তিমুর লেস্তেকে হারানোর পর এটি বাংলাদেশের টানা দ্বিতীয় বড় জয়। চোংকিংয়ের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান। একটি করে গোল করেন মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা ফয়সাল ও বায়েজিদ বোস্তামি।
ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। ১৩ মিনিটেই অধিনায়ক ফয়সালের নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন অপু। এর ১০ মিনিট পর রিফাত কাজী দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। এবার গোলদাতা অধিনায়ক নিজেই, ৩৬ মিনিটে ডিফেন্ডার ইশান হাবিব রিদুয়ানের থ্রুকে গোলে পরিণত করতে ভুল করেননি ফয়সাল। এর মাত্র এক মিনিট পরই মানিকের দূরপাল্লার শক্তিশালী শটে স্কোরলাইন ৪-০ করে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেও চলল গোল উৎসব। দ্বিতীয়ার্ধেও যোগ হলো আরও চার গোল। ৪৯ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন অপু। জোড়া গোলে নাম লেখান আরেক ফরোয়ার্ড রিফাত কাজীও। প্রতিপক্ষ গোলরক্ষক ভুল করলেও, ভুল করেননি রিফাত। ৭৩তম মিনিটে ফয়সালের নেওয়া লং শট ব্রুনাই গোলরক্ষক ফেরালেও ফিরতি বলে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন রিফাত। ৭৬ মিনিটের সপ্তম গোলের অবদান মিডফিল্ডার মোহাম্মদ আরিফের। ম্যাচ শেষের ১১ মিনিট আগে বদলি বায়েজিত বোস্তামির দুর্দান্ত গোলে ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এ জয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমাদের ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক এবং ইতিবাচক ফুটবল খেলেছে। এতে গোলের সুযোগ এসেছে এবং কাজে লাগাতে পেরেছে বলেই এ বড় জয়। খেলোয়াড়দের ধন্যবাদ।’ আগামী ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানান তিনি। এদিকে এ জয়ের ফলে গ্রুপ এ-তে বাংলাদেশের অবস্থান এখন সবচেয়ে মজবুত। বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে চীন ও বাহরাইনকে বিবেচনা করা হচ্ছে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।