মার্টিন ক্রো, রস টেইলর, স্টিফেন ফ্লেমিংদের মতো ক্রিকেটার থাকার পরও নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটার বলা হয় কেন উইলিয়ামসনকে। তার নেতৃত্বে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছে দেশটি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-২০ বিশ্বকাপ। হাতে আছে মাত্র চার মাস। বিশ্বকাপের আগে ৩৫ বছর বয়সি উইলিয়ামসন টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কিউই জার্সিতে তিনি আর টি-২০ ক্রিকেট খেলবেন না। অবশ্য টেস্ট ও ওয়ানডে খেলবেন। উইলিয়ামসন টি-২০ ছেড়ে দেবেন, অনেক দিন ধরেই গুঞ্জন ছিল। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেলেন। গড় দেড় বছরে তিনি নিউজিল্যান্ডের হয়ে কোনো টি-২০ টুর্নামেন্ট খেলেননি। আগামী টি-২০ বিশ্বকাপে উপমহাদেশের কন্ডিশনের বিবেচনায় নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট তাকে চেয়েছিলেন। কিন্তু ইনজুরির সঙ্গে লড়াই করে ক্লান্ত উইলিয়ামসন রাজি হননি। ইনজুরির জন্য জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও খেলেননি। ২০১২ সালে টি-২০ ক্রিকেটে অভিষেক। এরপর গত ১৩ বছরে ৯৩ টি-২০ ম্যাচে ১২৩.০৯ স্ট্রাইকরেটে রান করেছেন ২ হাজার ৫৭৫। সেঞ্চুরির কোনো ইনিংস নেই। সর্বোচ্চ ৯৫। হাফ সেঞ্চুরি ১৮টি। তিনি নেতৃত্ব দিয়েছেন ৭৫ ম্যাচে। জয় ৩৯টি।
তার অধিনায়কত্বে ২০২১ টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড, সেমিফাইনাল খেলেছে ২০১৬ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে।