এক দশক আগে গঠিত হয়েছিল ময়মনসিংহ বিভাগ। ২০১৫ সালে বিভাগ হলেও কখনো খেলেনি জাতীয় ক্রিকেট। এ নিয়ে বিস্তর প্রশ্নের মুখোমুখি হয়েছে বিসিবি। সঠিক উত্তর দিতে পারেনি ক্রিকেট বোর্ড। অথচ ময়মনসিংহ থেকে অনেক ক্রিকেটার দেশকে প্রতিনিধিত্ব করেছেন। আট দলের জাতীয় ক্রিকেটে প্রায় ১৪ বছর ধরে নিয়মিত খেলেছে ঢাকা মেট্রোপলিটন। বিসিবির পরিচালনা পর্ষদ এবার সভা করে জাতীয় ক্রিকেট থেকে বাদ দিয়েছে ঢাকা মেট্রোপলিটনকে। দলটিকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রিকেটার। মেট্রোপলিটনের পরিবর্তে নেওয়া হয়েছে ময়মনসিংহকে। প্রথমবার খেলার জন্য শুভাগত হোমক অধিনায়ক করে দল গড়েছে ব্রহ্মপুত্র পারের ময়মনসিংহ। পরিচিত-অপরিচিত ক্রিকেটার নিয়ে দল গড়লেও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। দলে পরিচিত ক্রিকেটার রয়েছেন মোহাম্মদ নাইম শেখ, রাকিবুল ইসলাম, আবু হায়দার রনি। এনসিএল টি-২০ চ্যাম্পিয়ন রংপুর বিভাগ এবার শক্তিশালী দল গড়েছে আকবর আলিকে অধিনায়ক করে। বাংলাদেশ দলের টি-২০ অধিনায়ক লিটন দাস ব্যস্ত সময় পার করবেন জাতীয় দলের হয়ে। এজন্য তাঁকে রিজার্ভ বেঞ্চে রেখেছে। রিজার্ভ বেঞ্চে রয়েছেন বাঁ হাতি পেসার শরিফুল ইসলামও। সাব্বির হোসেনকে অধিনায়ক করে শক্তিশালী দল গড়েছে রাজশাহী। জাতীয় দলের সাবেক অধিনায়ক, দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম খেলবেন সিলেট বিভাগে। জাতীয় দলের ব্যস্ততার কারণে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে জাকের আলি অনীক, তানজিম হাসান সাকিব, নাসুম হাসানকে। দলটিকে নেতৃত্ব দেবেন জাকির হাসান। শক্তিশালী খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এ ছাড়া রয়েছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, নাহিদুল ইসলাম। ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। দলটিতে রয়েছেন সাদমান ইসলাম, রনি তালুকদার, মার্শাল আইয়ুবরা। শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগে খেলবেন মুমিনুল হক, ইয়াসির আলি, মাহামুদুল হাসান জয়। আজ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট ও ময়মনসিংহ। সিলেট আউটার স্টেডিয়ামে খেলবে রংপুর ও ঢাকা বিভাগ, খুলনায় খেলবে খুলনা ও বরিশাল এবং রাজশাহীতে খেলবে চট্টগ্রাম ও রাজশাহী। ২৭তম জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ হবে সাদা পোশাক ও লাল বলে। আসরে সাতবার করে চ্যাম্পিয়ন ঢাকা ও খুলনা। বর্তমান চ্যাম্পিয়ন সিলেট।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা