বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামল ‘পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’। এবারের আসরে উন্মুক্ত পুরুষ ও নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই প্রতিযোগী। তারা হলেন- কর্পোরাল শাহাদাৎ হোসেন ও চাঁদনী সরকার। গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারিনার স্কোয়াশ কোর্টে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় পঞ্চমবারের আসর। এবারের আসরে পৃষ্ঠপোষকতা করে তুরাগ একটিভ ও উর্মি গ্রুপ। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। এ ছাড়া স্কোয়াশ ফেডারেশনের সহসভাপতি রাশেদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মহসিনুল করিম ও তুরাগ একটিভের সিইওও আহমেদ মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম বলেন, ‘স্কোয়াশ একটি জনপ্রিয় খেলা। কালের আবর্তনে তা হারিয়ে যাচ্ছে। ব্রিটিশদের সময় থেকে দেশে এ খেলার শুরু। দেশের অনেক জায়গাতেই স্কোয়াশ কোর্ট আছে। কিন্তু তা আজ বিলীন। আমরা ফেডারেশনের মাধ্যমে আবার তা পুনরুজ্জীবিত করব। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে স্কোয়াশের নিজস্ব জায়গায় কোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, ‘স্কোয়াশকে এগিয়ে নিতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। ফেডারেশনকে আমরা সেভাবেই কাজ করতে বলেছি। পাশাপাশি বাছাইকৃতদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ এ ছাড়া স্কোয়াশকে এগিয়ে নিতে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মহসিনুল করিম বলেন, ‘বসুন্ধরা স্পোর্টস সিটিতে আড়াই বছর আগে করা ছিল স্কোয়াশ কোর্টটি। আমাদের চেয়ারম্যান স্কোয়াশকে পুনরুজ্জীবিত করতেই এমন উদ্যোগ নিয়েছিলেন। স্কোয়াশকে এগিয়ে নিতে ফেডারেশনের সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য চুক্তি করেছে বসুন্ধরা গ্রুপ। এমনকি চেয়ারম্যানের পক্ষ থেকে বসুন্ধরা স্পোর্টস সিটির কোর্টটিকে ফেডারেশনের জন্য ডেডিকেটেড করা হয়েছে।’ উন্মুক্ত গ্রুপ ছাড়া যারা চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে : ছেলে অনূর্ধ্ব-১৩- মো. শাহরিয়ার নাফিজ (বিকেএসপি), অনূর্ধ্ব-১৫ মো. মেহেদি হাসান (বিকেএসপি), মেম্বার গ্রুপ-চট্টগ্রাম ক্লাবের ফজলে ওয়ালী, মেয়ে অনূর্ধ্ব-১৩- আরিকা সুলতানা (বিএএফ শাহীন স্কুল), অনূর্ধ্ব-১৫- মায়ানুর (কালশী ইসলামিয়া স্কুল)। এ ছাড়া বিশেষ পুরস্কার দেওয়া হয় ঢাকা স্কোয়াশ একাডেমির জিহাদকে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা