নেপাল এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য। শনিবার ছিল এশিয়ার এ উঠতি দলটির এক মাইলফলকের দিন। প্রথমবারের মতো খেলতে নামে দ্বিপক্ষীয় সিরিজ। তাও আবার দুবারের টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এমন ঐতিহাসিক টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের স্মরণীয় করে রাখল নেপাল। শারজাহতে তিন ম্যাচ সিরিজের প্রথমটি ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথম জয় তুলে নিল হিমালয়ের দেশ। এর আগে ২০১৪ সালে তৎকালীন সহযোগী সদস্য আফগানিস্তানকে হারিয়েছিল নেপাল। শনিবার প্রথমে ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল। দলের হয়ে অধিনায়ক রোহিত পাউড়েল সর্বোচ্চ ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। বল হাতেও তিন ওভারে ২০ রান খরচে একটি উইকেট নিয়ে হন ম্যাচসেরা। এ ছাড়া কুলশ মল্লা ৩০, গুলশান ২২ ও দীপেন্দ্র ১৭ রান করেন। জবাবে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আকিল হোসেনের দল। দলের সর্বোচ্চ ২২ রান করেন বিদেইসি। শেষ পর্যন্ত ১২৯ রানে থেমে যায় ক্যারিবীয়রা। এমন ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত নেপালের অধিনায়ক রোহিত, ‘অসাধারণ অনুভূতি। অনেক অপেক্ষার পর টেস্ট খেলুড়ে দলকে হারাতে পারলাম।’ টি-২০তে পূর্ণ সদস্যের বিপক্ষে অষ্টম ম্যাচে এসে অবশেষে প্রতীক্ষিত জয়ের দেখা পেল দলটি। অন্যদিকে সহযোগী দলের বিপক্ষে আবারও ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে আয়ারল্যান্ড, ২০১৬ সালে আফগানিস্তান ও ২০২২ বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছেও হেরেছিল ক্যারিবিয়ানরা। যদিও এর আগে ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে ১০১ রানে হেরেছিল নেপালিরা।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা