অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ সমাজে ইসলামিক সংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে। এতে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের হাজরা নাটোর এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে ইসলামিক সংস্কৃতির মূল্যবোধ আরও দৃঢ় হবে। মসজিদের সংখ্যা বৃদ্ধি পেলে মুসল্লির সংখ্যাও বাড়বে, ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। নিঃসন্দেহে নামাজ মানুষকে সব ধরনের অপরাধ, খারাপ ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। আমরা চাই মানুষ নামাজমুখী হোক—একটি নামাজমুখী সমাজ প্রতিষ্ঠার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এসব মডেল মসজিদ ইবাদতের কেন্দ্র হিসেবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সারাদেশে ৫৬৬টি মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। এরই মধ্যে সাড়ে তিন শতাধিক মসজিদ নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে কিছু মসজিদের কাজ ভালো হয়নি—কোথাও কোথাও ফাটল দেখা গেছে, মানসম্মত নির্মাণসামগ্রীও ব্যবহার করা হয়নি। একটি মসজিদ নির্মাণে ১৪–১৫ কোটি টাকা ব্যয় হওয়া সত্ত্বেও প্রত্যাশিত মান নিশ্চিত করা সম্ভব হয়নি। পূর্ববর্তী সরকারের এমপি-মন্ত্রীরা নিজেদের এলাকায় এগুলো নিয়ে গিয়েছেন। আমরা মসজিদগুলো নির্মাণ করে দিচ্ছি—এগুলো সচল রাখা আপনাদের দায়িত্ব। ইবাদতের স্থান হিসেবে মসজিদগুলোকে প্রতিষ্ঠা করা আপনাদেরই কাজ। এটি আপনাদের সম্পদ, দেখভালের দায়িত্বও আপনাদের। মসজিদে কোনো ত্রুটি দেখা দিলে গণপূর্ত বিভাগকে জানালে তারা দ্রুত তা সংস্কার করে দেবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/মাইনুল