জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস)-এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৯৯ সদস্যের প্রথম দল আজ মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। তাঁরা বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১–এ যোগ দিয়ে বর্তমানে দায়িত্ব পালনরত মেরিন ইউনিট-১০ এর স্থলাভিষিক্ত হবেন।
এছাড়াও, দ্বিতীয় দফায় আরও ৩৯ জন নৌসদস্য আগামী ১৯ ডিসেম্বর দক্ষিণ সুদানে শান্তিরক্ষী মিশনে যোগ দেবেন।
জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানের নদীপথে বার্জ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য, জ্বালানি, ওষুধ ও মানবিক সহায়তাবাহী নৌযানগুলোকে স্কর্ট প্রদান, জলদস্যুতা প্রতিরোধ, অগ্নিনির্বাপণ সহায়তা এবং দুর্গম এলাকায় রসদ পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। পাশাপাশি বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনাগ্রস্ত নৌযানে উদ্ধার তৎপরতাও তারা পরিচালনা করে আসছে।
গত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে। মানবিক সেবা, আহতদের উদ্ধার, ডুবুরি সহায়তা এবং জরুরি চিকিৎসা প্রদানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরে জাতিসংঘের একমাত্র সামুদ্রিক টাস্কফোর্সে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সংগ্রাম দায়িত্ব পালন করছে। নীল নদের দীর্ঘ ১,৩১১ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এ পর্যন্ত ৭১টি লজিস্টিক অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশি নৌসদস্যরা।
বিডি প্রতিদিন/মুসা