আমদানির অনুমতি দেওয়ার পর কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে পিয়াজের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরছে বাজারে। তবে রাজধানীর কারওয়ানবাজারে দেশি জাতের পুরোনো পিয়াজের সরবরাহ কিছুটা কমেছে। পাইকারী বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে, খুচরায় দাম হাঁকা হচ্ছে ১৩০ টাকা। ২ দিন আগেও পিয়াজ বিক্রি হয়েছিল দেড়শ টাকায়।
এদিকে, দোকানে মুড়িকাটা জাত বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে। দোকানিরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা জাতের সরবরাহ বাড়লে দাম আরও কমবে। মাসখানেক আগে হঠাৎ অস্থির হয়ে ওঠে পিয়াজের বাজার। সরকার আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলে দর কিছুটা কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দর দিয়ে এরইমধ্যে শুরু হয়েছে আমদানি কার্যক্রম। এরইমধ্যে ৩০ টন পিয়াজ দেশে প্রবেশ করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত