বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগরের পাঁচজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্র। রবিবার এ নোটিশে স্বাক্ষর করেন- বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের দফতার সম্পাদক শাহাদাত হোসেন।
নোটিশ প্রাপ্তরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরে যুগ্ম আহ্বায়ক মিফতাহুল জান্নাত বিভা, মোতালেব হোসেন, যুগ্ম সদস্যসচিব নাহিদুজ্জামান রাজু, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আক্তার, সদস্য শুয়াইব আহমেদ। তাদের সবাইকে আলাদা আলাদা নোটিশ করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকা ছাড়াও আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত বিবরণ দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ‘গত ৩ ডিসেম্বর, ২০২৫ ও পরবর্তী কয়েক দিন ধরে আপনার বিরুদ্ধে রাজশাহীতে একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আমাদের নজরে এসেছে, যা অত্যন্ত গুরুতর এবং একই সঙ্গে জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত বিবরণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে দফতরের মারফত সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। পাশাপাশি, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হলো।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরে আহ্বায়ক আল আশরারুল ইমাম বলেন, রবিবার (আজ) দুপুরের তাদের কারণ দর্শানোর নোটিশ করেছে কেন্দ্র। কেন্দ্র কোনোভাবে তাদের বিষয়ে জেনেছে। কেন্দ্র তাদের কারণ দর্শানোর নোটিশ করেছে।
বিডি-প্রতিদিন/মাইনুল