শীতকাল এলেই দেশের বাজারগুলো থাকে নানা সবজিতে ঠাসা, আর দামও থাকে স্বস্তির। কিন্তু এবার দৃশ্যটা পুরো উল্টো। শীতের মৌসুম শুরু হলেও সবজির বাজার এখনো ক্রেতাদের জন্য গরমই রয়ে গেছে। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। কিছু সবজির দাম তো সেঞ্চুরিও পেরিয়ে গেছে।
শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে দেখা যায়, প্রতিপিস মাঝারি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, গোল বেগুন কেজি ৮০, মুলা কেজি ৪০, ঝিঙা কেজি ৮০, বরবটি কেজি ১০০, করলা কেজি ১০০, শসা কেজি ৮০, গাজর কেজি ৮০, শালগম কেজি ৬০, মিষ্টি কুমড়া কেজি ৫০, শিম কেজি ৬০, কাঁচা মরিচ কেজি ৮০, পেঁপে কেজি ৪০, নতুন আলু কেজি ১২০ এবং পেঁয়াজের ফুল কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা অনেক ক্রেতা এ দামে হতাশা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ শীত শুরু হলে দেশজুড়ে সবজির দাম কমে, কিন্তু এবার উল্টোভাবে দাম আরও বেড়েছে। তবুও বাধ্য হয়ে কিনতে হচ্ছে।
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, সবজির সরবরাহ কম থাকায় বাজারে এর প্রভাব পড়েছে। কিছুদিন আগের বৃষ্টিতে ক্ষেতে থাকা সবজির গাছ নষ্ট হয়েছে, ফলে ফলন ঘাটতি দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়ে গেছে।
বিডি প্রতিদিন/আশিক