আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি ও সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাশুনানি শেষে এ আদেশ দেন কার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান। এদিন শুনানিকালে হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন, আসামিরা জামিনে থেকে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। এসব কারণ উল্লেখ করে মামলার বাদী হিরো আলম একটা সাধারণ ডায়েরিও করেছেন। এছাড়া, এ মামলায় আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল চেয়ে আমরা আবেদন করি। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে বাড্ডার আফতাবনগর এলাকায় মেইনরোড দিয়ে হেঁটে যাওয়ার সময় ৬ জন লোক তিনটি মোটরসাইকেলে এসে হিরো আলমের পথরোধ করেন। এরপর জোর করে তারা তাকে পাশের কাশবনে নিয়ে যান এবং কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভি তার হাতে থাকা কাঠের লাঠি দিয়ে হিরো আলমের মাথায় আঘাত করে। বাম হাত দিয়ে আঘাতটি ফেরাতে গেলে গুরুতর জখম হন।
এছাড়া, অজ্ঞাতনামা আসামিরা হাতে থাকা লোহার ধারালো স্কেল দিয়ে হিরো আলমকে আঘাত করেন। আঘাতটি তার ডান হাতের কনুইয়ে লাগে। এতে গুরুতর রক্তাক্ত হন। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা আসামিরা হাতের লাঠি দ্বারা তার মাথায় আঘাত করলে আঘাতটি কপালের বাম দিকে লাগে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামিরা তার সারা শরীরে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও চড়-থাপ্পড় মেরে জখম করেন।
ম্যাক্স অভি তার হনোর ব্রান্ডের একটি মোবাইল ভেঙে ফেলেন। যাওয়ার সময় আসামিরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আশেপাশের মানুষের সহযোগিতায় হাসপাতালে যান তিনি। এ অভিযোগে গত ৫ অক্টোবর বাড্ডা থানায় মামলা করেন হিরো আলম।
বিডি প্রতিদিন/কেএ