হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও মাদকবিরোধী কঠোর অবস্থানের কারণে ফ্রান্সে পাচারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ তাদের নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রপ্তানি কার্গো থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বুধবার আনুমানিক সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেইট-৮-এ রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশির সময় এই ইয়াবা উদ্ধার করা হয়। কর্তব্যরত এভসেক সদস্যরা ডাক বিভাগের মাধ্যমে রপ্তানির জন্য বুকিং করা একটি মালামালের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কমলা রঙের ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট শনাক্ত করে।
উদ্ধার এই মাদকগুলো ফ্রান্সের প্যারিস শহরে পাঠানোর জন্য ডাক বিভাগে বুকিং করা হয়েছিল।
বেবিচক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিরো টলারেন্স নীতি বজায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এ দিনের ঘটনায় দায়িত্বরত স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই বড় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
এভসেক বিভাগের এই সফল কার্যক্রমে বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করে। ঘটনার পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ইয়াবাসহ মালামাল জব্দ করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ