বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও পাকিস্তান উচ্চশিক্ষা কমিশন (এইচইসি) উচ্চশিক্ষা, বৃত্তি, যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে পাকিস্তান এইচইসি’র ১১-সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এই আগ্রহ প্রকাশ করে।
ইউজিসির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন- সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন এবং হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।
পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খান বৈঠকে বলেন, পাকিস্তানের ‘নলেজ করিডোর’ উদ্যোগ শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে উভয় দেশের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
তিনি জানান, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তিতে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি আরও উল্লেখ করেন, নলেজ করিডোরের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সুযোগ পাবে। এছাড়া, নন-ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও এলাইড হেলথ সায়েন্সে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৫০০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করা হবে এবং ভবিষ্যতে এই সংখ্যা বৃদ্ধি পাবে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, বাংলাদেশে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি ধারাবাহিকভাবে কাজ করছে। পাকিস্তানের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষায় অর্জিত সাফল্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে গবেষণা, শিক্ষার্থী বিনিময় ও একাডেমিক উৎকর্ষে নতুন সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, নলেজ করিডোর উদ্যোগ বাংলাদেশ–পাকিস্তান শিক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করবে। ইউজিসি’য় অনুষ্ঠিতব্য আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনে নলেজ করিডোর নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করা হবে।
সভা শেষে দুই পক্ষ উচ্চশিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার প্রত্যাশা প্রকাশ করেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে একমত হন।
বিডি-প্রতিদিন/মাইনুল