পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘মুণ্ডা সম্প্রদায়ের জলবায়ু ঝুঁকি কমাতে প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে সরকার প্রস্তুত।’
তিনি জানান, দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই জনগোষ্ঠীর জীবনধারা, অধিকার ও প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে চাই সরকার।
মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত ‘ন্যাশনাল শেয়ারিং মিটিং: ফ্রম ইমপ্যাক্ট টু অ্যাকশন’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘মুণ্ডা সম্প্রদায় জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নাজুক জনপদগুলোর একটি। পানির সংকট, ভূমি সমস্যা ও স্বাস্থ্যঝুঁকি তাদের জীবনকে আরও দুর্বিষহ করছে।’
সৈয়দা রিজওয়ানা হাসান দুঃখ প্রকাশ করেন যে বহু ক্ষেত্রে মুণ্ডা সম্প্রদায়ের প্রথাগত অধিকার উপেক্ষিত হয় এবং বন ও প্রাকৃতিক সম্পদে তাদের অভিগম্যতায় বাধা সৃষ্টি হয়। তিনি বলেন, ‘আপনাদের প্রয়োজন, প্রথাগত জীবনধারা ও অধিকারকে সম্মান জানিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে আমরা সদা প্রস্তুত।’
সভায় বক্তারা মুণ্ডাদের অধিকার সুরক্ষা, টেকসই সম্পদব্যবহার, উন্নয়ন পরিকল্পনায় তাদের অংশগ্রহণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
বিডি-প্রতিদিন/আশফাক