সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মানসিক ভারসাম্যহীন এক রেমিট্যান্স যোদ্ধা। সঙ্গে নেই পাসপোর্ট। নিজের ঠিকানা, পরিবার, এমনকি নিজের নামটাও ভুলে গেছেন তিনি। এ কারণে এই রেমিট্যান্স যোদ্ধাকে তার পরিবারের কাছেও পৌঁছে দিতে পারছে না কর্তৃপক্ষ। আপাতত তার ঠাঁই হয়েছে আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন সেন্টারে।
জানা গেছে, রবিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইনস (SV 804) যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সৌদি ফেরত মানসিক অসুস্থ সালেহ চৌধুরী (৩০)। বিমানবন্দরের ভেতরে তার লক্ষ্যহীন হাঁটাচলা ও বিভ্রান্ত আচরণ দেখে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বিভাগের সদস্যরা তাকে চিহ্নিত করেন। জিজ্ঞেস করা হলে তিনি শুরুতে নিজের নামও বলতে পারছিলেন না। একবার এক নাম, আবার পর মুহূর্তে আরেকটি। পরে আজ সকালে পরিবারের কাছে নিরাপদ হস্তান্তরের জন্য সালেহ চৌধুরীকে পাঠানো হয় ব্র্যাক মাইগ্রেশান ওয়েলফেয়ার সেন্টারে।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল আমিন নয়ন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা জানি, কোনো আশ্রয়ই নিজের ঘর নয়, কোনো যত্নই মায়ের কোলে ফিরে যাওয়ার সমান নয়। এই রেমিট্যান্স যোদ্ধা হয়তো প্রতিটিক্ষণ পরিবারের কথা মনে করে বিভ্রান্ত চোখে খুঁজে বেড়াচ্ছেন...একটা পরিচিত মুখ, একটি মাত্র ডাক, ‘বাবা’, ‘ভাই’, বা ‘সালেহ’...আমরা সবাই মিলে তার পরিবার খুঁজে দিতে পারি। সকলের সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে এক রেমিট্যান্স যোদ্ধাকে তার পরিবারের কাছে। তিনি আমাদের দেশের প্রবাসী মেহনতি মানুষের মুখ।
বিডি-প্রতিদিন/বাজিত