জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল দেশটির স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে আঘাত হানা প্রায় এক মিনিটের এ ভূমিকম্পের পর আছড়ে পড়তে শুরু করে সুনামি। এর আগেই আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) সতর্ক করে জানায়, এ সুনামি প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতায় আঘাত হানতে পারে। সূত্র : রয়টার্স, বিবিসি।
জেএমএ জানিয়েছে, স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর ও পূর্বাঞ্চলের বড় এলাকা। এর পরই হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের পরই বিভিন্ন উপকূলে উচ্চমাত্রার সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করে এবং উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে। এ সুনামি সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতায় আঘাত হানতে পারে। সূত্র প্রাথমিক তথ্যে জানিয়েছেন, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আওমোরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে সমুদ্রে এবং এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার। জেএমএ জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের সময় দাঁড়িয়ে থাকা বা হামাগুড়ি দিয়ে চলাফেরাও অসম্ভব হয়ে পড়েছিল। কম্পনে ভারী আসবাব উল্টে পড়ে এবং অনেক ভবনের দেয়ালের টাইলস ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। তবে তোহোকু এবং হোক্কাইডো ইলেকট্রিক পাওয়ার পরিচালিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।
তোহোকু ইলেকট্রিক জানিয়েছে, হাজার হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় ইস্ট জাপান রেলওয়ে এলাকাটিতে কয়েকটি ট্রেন চলাচল স্থগিত করেছে।
এদিকে ভূমিকম্পের সময়ে কেঁপে ওঠা বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ঝাড়বাতি এবং বিভিন্ন গাড়ি দুলে উঠছে।