চলতি বছরের নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা অক্টোবরে ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নভেম্বরে মূল্যস্ফীতি বাড়ার পেছনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বিবিএস। বিবিএসের তথ্য অনুযায়ী, নভেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ, যা অক্টোবরে ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্য ও সেবায় নভেম্বরে মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৮ শতাংশে। অক্টোবরে এ হার ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। বিবিএস উদাহারণে বলছে, ২০২৪ সালের নভেম্বরে কোনো পণ্য ও সেবা কিনতে খরচ হতো ১০০ টাকা। এক বছর পর ২০২৫ সালের নভেম্বরে একই পণ্য ও সেবা কিনতে লেগেছে ১০৮ টাকা ২৯ পয়সা। প্রতি ১০০ টাকায় ব্যয় বেড়েছে ৮ টাকা ২৯ পয়সা।
সংস্থাটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বরে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৪ শতাংশ, যা মূল্যস্ফীতির (৮.২৯ শতাংশ) চেয়ে কম। অর্থাৎ বাস্তবে আয় কমেছে।
এ ছাড়া চলতি বছরের নভেম্বরে গ্রাম ও শহর উভয় এলাকাতেই ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বা মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে বিবিএস।