জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব জ্যেষ্ঠ সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বিকালে রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, রমনা থানায় এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সকালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। সেদিন তিনি রাজধানীর মিন্টো রোড এলাকায় একটি প্রাডো গাড়িতে চড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তখন পুলিশ গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ওই এলাকায় অবস্থানের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। এরপর তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলার সূত্র ধরেই এবার শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত ১১ অক্টোবর একই অভিযোগে সাংবাদিক আজাহার আলী সরকারকে রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দেওয়া এনায়েতের সহযোগী ছিলেন আজহার। এ বিষয়ে তার যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ দীর্ঘ সময় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। তবে বর্তমানে তিনি জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
নওরোজ সম্পাদক শামসুল হক দুররানী কারাগারে : বিশ লাখ টাকার চাঁদাবাজির মামলায় দৈনিক নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠানো হয়েছে। গত ১২ নভেম্বর রাজিবুল ইসলাম নামে এক ঠিকাদার শামসুল হক দুররানীকে আসামি করে আদালতে মামলাটি দায়ের করেন। আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শামসুল হক দুররানী। তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম জামিন চেয়ে শুনানি করেন। জামিন আবেদন নাকচ করে দেন ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মাহবুবুর রহমানের আদালত। আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে নওরোজ সম্পাদক সাংবাদিকদের উদ্দেশে বলেন, হেরোইন পাচার মামলায় জামিন দেওয়া নিয়ে একজন বিচারকের বিরুদ্ধে দৈনিক নওরোজে প্রতিবেদন প্রকাশ করায় ওই বিচারক এবং আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মিলে ‘মিথ্যা মামলা দিয়ে’ গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছেন। দুররানী বলেন, বিচারকরা অন্যায় করলে কি নিউজ করা যাবে না, কিছু লেখা যাবে না? সাংবাদিকরা মামলা করিয়েছেন, কীভাবে বুঝলেন প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা পুলিশ আমাকে বলেছে, তার নাম আমি বলব না।’
মামলার বিবরণ অনুযায়ী, জামালপুরের মেলান্দহে উপজেলা বীজ প্রত্যয়ন অফিসে ১ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৭৩২ টাকার ঠিকাদারি কাজ করছেন রাজিবুল ইসলাম। ৭ নভেম্বর বিকালে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ফোন করে সন্ধ্যা ৭টার দিকে সাভার বাসস্ট্যান্ডে সাক্ষাৎ করতে বলেন। তখন জামালপুরের ঝামেলা মেটাতে ২০ লাখ টাকা চান দুররানী। টাকা না দিলে কাজ করতে পারবে না বলে হুমকি দেন।