রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। গতকাল সকাল থেকে শিক্ষা ভবনের সামনে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে; শাহবাগে সড়ক অবরোধ করে পাঁচ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা এবং আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বিক্ষোভের ফলে ওই তিনটি এলাকাসহ পুরো রাজধানীতে এর প্রভাব পড়ে। দিনভর রাজধানীজুড়ে ছিল তীব্র যানজট। অবরোধ করার ফলে শাহবাগে ঢাকা মেডিকেল, পিজি ও বারডেম হাসপাতাল এবং আগারগাঁওয়ে শিশু, পঙ্গু ও নিউরোসায়েন্সেস হাসপাতালে রোগীদের আসা-যাওয়া বেগ পেতে হয়েছে। প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় রাজধানীর শিক্ষাভবন মোড় অবরোধ করেন ঢাকার সাতটি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১টার দিকে শিক্ষাভবন মোড় অবরোধ করে আন্দোলনে নামেন তারা। এ কর্মসূচির কারণে সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রস্তাবিক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই ব্যানারে তিন ঘণ্টারও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এ সড়ক অবরোধ করে রাখে। স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বহাল রাখার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছেন ঢাকা কলেজসহ একাধিক কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। গতকালও তারা কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকার সড়কে বিক্ষোভ করে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলবে- দাবি করে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানান, ভোগান্তি কমাতে এবং যানচলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্য চেষ্টা করে।