দক্ষিণ আফ্রিকায় আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক বাংলাদেশিকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় গত শুক্রবার রাতে দক্ষিণ লিম্পুপু প্রভিন্সের মেসিনাতে এ ঘটনা ঘটে। আমিনুলের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম মাডিম্বু আকাশ জেনারেল ডিলার।
আমিনুল ইসলাম সিদ্দিকী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আজিজ সিদ্দিকীর ছেলে। পরিবারসূত্রে জানা গেছে, ওই দিন বিকালে আমিনুল দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ অবস্থায় দুজন কৃষ্ণাঙ্গ তাঁকে অস্ত্রের মুখে দোকানের ভিতরে নিয়ে মাথায় ছয়টি গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, জীবিকার খোঁজে ১৫ বছর আগে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিম্পুপুর শহরে আকাশ সুপার শপে নিজে ব্যবসা শুরু করেন। আমিনুল এক ছেলে ও দুই মেয়ের জনক। তাঁর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।