গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের থানা পাড়ার অস্থায়ী কার্যালয়ে তালা দেওয়া হয়।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বলেন, এনসিপির জেলা কমিটিতে জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করা হয়েছে। এটা জুলাই আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে বেইমানি ও সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। তাই আমরা তালা ঝুলিয়ে দিয়েছি। এই কমিটি বাতিল চাই।
এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিম, সংগঠক অতনু সাহা, আবদুল্লাহ জিসান, মেহেদী হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে জেলা এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।