ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলা সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণশক্তি। এ বন্দর নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। বন্দর বাংলাদেশের জনগণের সম্পদ, এর ভবিষ্যৎ নির্ধারণের এখতিয়ার কেবল জনগণেরই। অনির্বাচিত বা ইন্টেরিম সরকারের বন্দর সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই।
গতকাল মহানগরীর সাগরিকা শিল্পাঞ্চলে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধ ও লালদিয়ার চরপানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে আয়োজিত শ্রমিক-জনসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশ থেকে ১০ ডিসেম্বর দেওয়ানহাট মোড় থেকে বন্দর অভিমুখে লাল পতাকা গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। সঞ্চালনা করেন করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, টিইউসি জেলার সাধারণ সম্পাদক মছিউদ দৌলা, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বিএফটিইউসি বিভাগের সভাপতি কাজী আনোয়ারুল হক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির, বিএলএফের সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন প্রমুখ। পরে একটি মশাল মিছিল নিয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।
বক্তারা বলেন, বন্দর দেশের কৌশলগত স্থাপনা। নৌবাহিনীর সদর দপ্তরসহ তেল খাতের গুরুত্বপূর্ণ স্থাপনা বন্দরের পাশে অবস্থিত। বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দরের কোনো স্থাপনা তুলে দিলে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। কিন্তু দেশের ভবিষ্যৎ জিম্মি হতে দেওয়া যাবে না। বাংলাদেশকে গাজা বানানোর স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা চুক্তি বাতিল দাবি : জনমত উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল বেলা ১১টায় নগরীর অশি^নী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়। সভাপতিত্ব করেন শ্রমিক দল বরিশাল মহানগরের আহ্বায়ক ফয়েজ আহমেদ।
বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বরিশাল জেলার সমন্বয়ক একে আজাদ, বাংলাদেশ নৌযান ফেডারেশন বরিশাল জেলার সভাপতি মো. আবুল হাশেম, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড দুলাল মল্লিক, শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর সম্পাদক কমরেড শহিদুল হাওলাদার, জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল মহানগর সদস্য সচিব শহীদুল ইসলাম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আ. হক, শ্রমিক দল বরিশাল মহানগর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা, বন্দর রক্ষার দাবিতে যমুনা অভিমুখী কর্মসূচিতে বাম জোটের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা অবিলম্বে জনমত উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়া চুক্তি বাতিল করার দাবি জানান।