পলাতক ফ্যাসিস্ট সরকারের দুর্বিষহ দুঃশাসনের নানা চিত্র নিয়ে শিশু একাডেমিতে প্রদর্শিত হলো জার্মান চলচ্চিত্র ‘ট্রানজিট’। এতে হাসিনা আমলের নারকীয় হত্যাযজ্ঞ, গুম, খুন তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক মিডিয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোতেও স্বৈরাচারের জুলুম-নির্যাতন ধিক্কৃত ও নিন্দিত হয়েছে। ইউরোপীয় ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর উদ্বোধনী দিনে চলচ্চিত্রটির ক্যানভাসে চিত্রিত হয়েছে ফ্যাসিবাদের নগ্ন আগ্রাসন। ছবিটির গল্পে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতার প্রতিবাদ এবং প্রতিরোধকেও তুলে ধরা হয়েছে। উৎসবে আরও প্রদর্শিত হয় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাউল’। বিশ্বব্যাপী ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় রাজধানীর শিশু একাডেমিতে শুরু হয়েছে চার দিনের ইউরোপীয় ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতায় অতিথি ছিলেন জার্মানির রাষ্ট্রদূত মার্ক মিলার, ফেডারেশন অব ফিল্ম সোসাইটির প্রচার সম্পাদক সাংবাদিক আহমেদ তেপান্তর, ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সেক্রেটারি নুরুল্লাহ, উইমেন ফিল্ম সোসাইটির আখতানান খায়ের তানিন, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম সোসাইটির নির্বাহী পরিচালক বিবেশ রায় প্রমুখ। উপস্থিত ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বাংলাদেশের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রায় ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এ উৎসবে।
চলচ্চিত্রের প্রদর্শনী ছাড়াও উৎসবে আরও থাকছে মাস্টারক্লাস ও মোবাইল ক্যামেরায় নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতা। উৎসবের সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি, ব্র্যাক ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি, গ্যেটে ইনস্টিটিউট, আলিয়ঁস ফ্রঁসেজ ও ব্রিটিশ কাউন্সিল।