বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর নিয়ে করা রাষ্ট্রীয় চুক্তির প্রতিবাদে বাম জোটের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ১২ নেতা-কর্মী। গতকাল দুপুরে কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরআগে লালদিয়া ও পায়রা বন্দরের ইজারা চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ঢাকার পুরানা পল্টনে মানববন্ধন ও সমাবেশ করে। এরপর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা দেয়। কিন্তু বাম জোটের মিছিল কাকরাইল মোড়ে পৌঁছলে আটকে দেয় পুলিশ। এ সময় সেখানেই বসে পড়েন বিক্ষোভকারীরা। ফলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক থেকে তাদের উঠিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী বাম জোটের নেতা-কর্মীদের কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জহুর লাল রায়সহ ১২ জন আহত হন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দিয়েছেন চিকিৎসক।
এর আগে অনুষ্ঠিত মানব বন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, লালদিয়ায় টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের কোম্পানি এপিএম টার্মিনালের সঙ্গে ৩০ বছরের চুক্তি এবং পানগাঁওয়ে নিজস্ব অর্থায়নে নির্মিত নৌ টার্মিনালের ব্যবস্থাপনা সুইস কোম্পানিকে ২২ বছরের জন্য লিজ দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী। বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রামসহ দেশের বন্দরগুলো সরকার ইজারা দিয়ে দিয়েছে। এর ফলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হলো। তাই অবিলম্বে চুক্তি দুটি বাতিলের দাবি জানান তারা। তাদের দাবি, নিউমুরিং কনটেইনার টার্মিনাল, পতেঙ্গা বে-১ ও বে-২ টার্মিনাল এবং মোংলা বন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলো বিদেশি বহুজাতিক বা সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার পদক্ষেপও অবিলম্বে বন্ধ করতে হবে। সিপিবি নেতা ইকবাল হোসেন জানান, কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। তিনি বলেন, কোনোভাবেই দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। দাবি না মানা হলে জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে।