মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে চার শিশু ও ১০ নারী রয়েছে। ভারতে বিভিন্ন সময় পুলিশের হাতে আটক এসব বাংলাদেশিকে গতকাল ভোরে পুশইন করা হয়েছে। এরা কলকাতাসহ বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করে।
কুষ্টিয়া বিজিবির ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার ১৪০-এর ৬ এস তেঁতুলবাড়িয়া-মথুরাপুর মাঠ নামক সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে তারা ওই মাঠে এলে তেঁতুলবাড়িয়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। এর মধ্যে ১৬ পুরুষ, চার শিশু, ১০ নারী রয়েছে। সবাই খুলনা, লালমনিরহাট ও আশপাশ জেলার বাসিন্দা। পুশইন হয়ে আসা এক নারী জানান, কাজের সন্ধানে তাঁরা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং কলকাতাসহ বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। ছয়-সাত দিন আগে তাদের আটক করে পশ্চিমবঙ্গের বহরমপুর জেলে পাঠানো হয়। এরপর মঙ্গলবার বিকালের দিকে তাদের সীমান্তে আনা হয়। রাতের আঁধারে তাদের তারকাঁটার গেট খুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। গাংনী থানার ওসি বনী ইসরাইল বলেন, ‘পুশইন ব্যক্তিদের পরিচয় যাচাইবাছাই শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’