শ্রীলঙ্কায় সম্প্রতি ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল দুপুরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমান শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ত্রাণসামগ্রী শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- খাদ্য, জরুরি ওষুধ, তাঁবুসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। শ্রীলঙ্কা সরকার বাংলাদেশের এই জরুরি মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে করে এসব প্রয়োজনীয় ত্রাণসামগ্রী কলম্বোতে পৌঁছানো হয়। প্রায় ১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে- তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চলাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট ও বিপুল পরিমাণ ওষুধ।