ঢাকার সাভারে নিখোঁজের দুই মাস পর জঙ্গল থেকে মিলন হোসেন (১৫) নামে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিরুলিয়া ইউনিয়নের আমিন মডেল টাউন হাউজিংয়ের ভিতরের জঙ্গল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
নিহত মিলন হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকায় ইউনুস আলীর বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় আমিন মডেল টাউনের পাশে নিহত মিলন হোসেনের গেঞ্জি ও প্যান্ট পরে থাকতে দেখেন তার মা জোছনা বেগম। একটু সামনে গিয়ে কঙ্কাল পড়ে থাকতে দেখেন।
পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
কঙ্কাল উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাননান বলেন, ২৯ সেপ্টেম্বর আশুলিয়ার পাড়াগাঁও এলাকার শামীমের রিকশার গ্যারেজ থেকে বের হয়ে নিখোঁজ হয় মিলন।
পরদিন তার মা আশুলিয়া থানায় একটি মামলা করেন। সোমবার কঙ্কাল উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুমন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।