জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলার মধ্যে ১০৬টির অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। এসব মামলার মধ্যে ৩১টি হত্যা মামলা এবং অন্যান্য ধারার মামলা ৭৫টি। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৭৩-এ ধারায় জুলাই আন্দোলনের ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। গতকাল বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। অন্যান্য ধারার ৭৫ মামলা পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ডিএমপি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি), আরএমপি, সিএমপি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের।
রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।