পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দ ‘মা’। প্রায় প্রতিটি শিশুর প্রথম উচ্চারণ ‘মা’। মা-ই গর্ভে ধারণ করেন। জন্ম দিয়ে লালন করেন। বুকে আগলে রাখেন। সন্তান রক্ষায় নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেন। শুধু মানুষ নয়। পশু-প্রাণীদের মধ্যেও মমতা একই রকম গভীর, সংবেদনশীল। এমনকি অত্যন্ত নিরীহ প্রাণী বিড়ালও এর ব্যতিক্রম নয়। তারই এক হৃদয়ছোঁয়া দৃশ্য দেখা গেল জাতীয় প্রেস ক্লাবে। ছাদের কার্নিশ থেকে এক বিড়াল মা তার শাবকদের মুখ দিয়ে ধরে এক এক করে নিচে, নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। যারা এ দৃশ্য দেখেছেন, সবারই মধ্যে অদ্ভুত মায়াময় শিহরণ জেগেছে।
ছবি : আবু তাহের খোকন