ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘বছরের পর বছর ধরে ৫ হাজারের বেশি বাংলাদেশি পেশাজীবী আইটেক প্রোগ্রামে অংশ নিয়েছেন।’ গতকাল ভারতীয় হাইকমিশনে আইটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ভারতীয় কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাইকমিশনার বলেন, ‘আইটেক প্রোগ্রাম ভারতের সাউথ-সাউথ কোঅপারেশনের প্রতি অঙ্গীকার; যা অংশীদার দেশের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি প্রদান করে।’ বাংলাদেশের আইটেক অ্যালামনাইদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সেতুবন্ধ হিসেবে কাজ করার জন্য এবং অভিজ্ঞতা ও জ্ঞানবিনিময়ের মাধ্যম হিসেবে ভূমিকা রাখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’ অনুষ্ঠানে ১৫০ জন বাংলাদেশি আইটেক অ্যালামনাই অংশ নেন। অনেক অ্যালামনাই তাঁদের ভারত সফরে প্রশিক্ষণের অভিজ্ঞতা শেয়ার করেন।