রাজধানীর জুরাইনে মাদক কারবারিদের গুলিতে পাপ্পু শেখ (২৭) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকার জব্বারের গলিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কয়েকটি মামলা রয়েছে। কেন তাকে গুলি করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি।
নিহতের ছোট ভাই হৃদয় শেখ জানিয়েছেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামের মন্টু শেখের ছেলে পাপ্পু। বর্তমানে জুরাইন মিষ্টির গলিতে পরিবার নিয়ে থাকতেন। সন্ধ্যার দিকে মাদক কারবারি বাপ্পা ও তার লোকজন পাপ্পুকে গুলি করে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডিএমপির ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সিএনজি অটোরিকশাচালক ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কয়েকটি মামলা রয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে- কারা, কী কারণে তাকে হত্যা করেছে।