মহান বিজয়ের মাস উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে গতকাল বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়।
স্মৃতি চিরন্তন চত্বরে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে বিজয় র্যালির আনুষ্ঠানিকতা শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ডিসেম্বর আমাদের জাতির পরিচয়ের এক অনন্য মাইলফলক। ১৯৭১ সালের এ মাসেই বাঙালি জাতি চূড়ান্তভাবে রুখে দাঁড়িয়ে অর্জন করেছিল মহান বিজয়। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন।
শিল্পকলায় বিজয়ের যাত্রা উৎসব শুরু : শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মাসব্যাপী বিজয়ের যাত্রা উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে গতকাল বিজয় মাসের প্রথম দিন শুরু হয় এ যাত্রা উৎসব।
প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল ফটকে মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে খুলনার পাইকগাছার সূর্যতরুণ নাট্য সংস্থা পরিবেশন করে ‘মৃত্যুর চোখে জল’। মাসব্যাপী এই যাত্রা উৎসবে ৩১টি যাত্রাদল ৩১টি যাত্রাপালা মঞ্চায়ন করবে।