পুলিশ চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের চট্টগ্রাম বন্দর অভিমুখে পদযাত্রার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। দেশের প্রধান সমুদ্রবন্দরের দুটি টার্মিনাল নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলন করছে সংগঠনটি। এরই অংশ হিসেবে গতকাল দুপুরে নগরীর আগ্রাবাদ মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রা শুরু করেন পরিষদের নেতা-কর্মীরা। বারিক বিল্ডিং মোড় এলাকা পার হওয়ার আগেই পুলিশ বাধা দেয়। এ অবস্থায় সেখানেই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ থেকে বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরকে দেওয়ার প্রক্রিয়া থেকে সরে এসে সরকারকে নির্বাচনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী। তিনি বলেন, চুক্তির জায়গা থেকে সরে আসুন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। নির্বাচনে মনোযোগ দিন। অস্থিরতা তৈরির চেষ্টা করবেন না। লালদিয়া চর ও পানগাঁও টার্মিনাল চুক্তি প্রসঙ্গে হাসান মারুফ রুমী বলেন, আমরা সব চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছিলাম। যে চুক্তি করা হয়েছে আমরাসহ এ দেশের জনগণ তা পড়ে দেখেননি। জনগণের প্রতিনিধি ও স্টেক হোল্ডারদের সঙ্গেও আলোচনা করা হয়নি। চুক্তির ফলে কী হবে সেটিও গোপন রাখা হয়েছে। তিনি বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি সিসিটি ও এনসিটি কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানকে দিতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে দেশের সম্পদ রক্ষা করা হবে। প্রয়োজনে গড়ে তোলা হবে আরও কঠোর আন্দোলন।