প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নতুন ২০ তলা ভবনে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল দুপুর ২টার দিকে ভবনের ৯ তলায় এই আগুন লাগে। নতুন ভবনে (১ নম্বর ভবন) বারবার বাজতে থাকা ফায়ার অ্যালার্মের পর লোকজন দ্রুত নিচে নেমে আসেন। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা আতিঙ্কত হয়ে পড়েন।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সচিবালয়ের নতুন ১ নম্বর ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের অ্যাডজাস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ওই ভবনের একাধিক কর্মকর্তা বলেন, হঠাৎ করেই ফায়ার হুইসল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে আমরা ৯ তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছি। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি। কর্মকর্তারা বলেন, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে। এর আগে গত বছর সচিবালয়ে বড় ধরনের আগুন লেগেছিল। যে কারণে সবার আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক।