গাজীপুরের টঙ্গী হিমারদীঘি এলাকায় হক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায় এক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ভিকটিম গোলাম রাব্বি (১৮) নেত্রকোনার আটপাড়া থানার কমলা গ্রামের মামুন মিয়ার ছেলে। রাব্বি ওই কারখানায় একজন শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার পর আহত রাব্বিকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত শনিবার দিবাগত রাত ২টায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মৃত গোলাম রাব্বির বাবা মামুন মিয়া বাদী হয়ে গতকাল দুপুরে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত রবিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কারখানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কারখানায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন রাব্বি। এ সময় তার শরীরে আটা ও চিনি লেগে থাকায় কারখানার ভিতরে থাকা কম্প্রেশর মেশিন চালু করে বাতাস দিয়ে শরীর পরিষ্কারের চেষ্টা করেন অন্যান্য শ্রমিকরা। এ সময় রবিন কম্প্রেশর মেশিনের পাইপ রাব্বির পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রাব্বি আহত হয়ে পড়লে কারখানার অন্যান্যরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে রাব্বিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি জানতে পেরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ বিষয়ে কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইশান বলেন, কারখানায় কয়েকজন শ্রমিক ময়দা ও চিনির বস্তা খুলছিলেন। এ সময় রাব্বির গায়ে ময়লা থাকায় কম্প্রেশর মেশিন চালু করে শরীরে হাওয়া দিতে থাকে। এ নিয়ে রাব্বি ও রবিন হাতাহাতিতে জড়ায়। একপর্যায় রবিন রাব্বির পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে তিনি আহত হয়েছেন। এ সময় কারখানার অন্যান্য শ্রমিকরা রবিনকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।