রাজধানীর হাজারীবাগ এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি একই ফ্ল্যাট দেখিয়ে বহুজনের কাছ থেকে টাকা নিয়েছে। এর মধ্যে মো. শাহাদাৎ হোসেনের কাছ থেকে ১২ লাখ, মো. মাহবুবুর রহমানের কাছ থেকে ৯ লাখ ৪০ হাজার এবং মো. নান্নু মিয়া ইমনের কাছ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর একই ফ্ল্যাট ২৬ লাখ ২৫ হাজার টাকায় রওশন আরা নামে এক নারীর কাছে রেজিস্ট্রিও করে
দেয় প্রতারকরা। বায়নানামার মাধ্যমে আরেক নারীর কাছ থেকে নেয় ৪১ লাখ ৪০ হাজার টাকা। অবশেষে তাঁরই মামলার পরিপ্রেক্ষিতে চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান। তিনি আরও জানান, বুধবার ভোররাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন শাহানা শিকদার (৪৫), তার স্বামী হানিফ বেপারী (৫৮) ও তাদের ছেলে সামীর (২৩)। অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, রূপা (ছদ্মনাম) নামে একজন ভুক্তভোগী এই চক্রের ফাঁদে পড়েন। গত আগস্ট মাসজুড়ে বায়নানামার মাধ্যমে তাঁর কাছ থেকে ৪১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। নির্ধারিত সময়ে রেজিস্ট্রি করতে তারা গড়িমসি শুরু করে। ২৭ আগস্ট ধানমন্ডির একটি ব্যাংকের সামনে ভুক্তভোগী রূপা ও তাঁর সহকারীকে মারধর করে তাঁর হাতে থাকা মর্টগেজ টোকেন ছিনিয়ে নেওয়া হয়। এরপর ৬ অক্টোবর রূপা বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা (নম্বর ৯) করেন। অভিযুক্তদের শনাক্তের পর গ্রেপ্তার করা হয়েছে।