সিলেটের বিয়ানীবাজারে গাড়িচাপায় জেসমিন আক্তার (৩) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে বিয়ানীবাজার-সারাপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। জেসমিন উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারাপাড় গ্রামের দিনমজুর আবদুল করিমের মেয়ে।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির একটি পিকআপ বিয়ানীবাজার-সারাপাড় সড়ক দিয়ে যাওয়ার সময় জেসমিনকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান জানান, শিশুটির লাশ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।