রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’। গতকাল দুপুরে আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ মেলার আয়োজক বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে মেলা। মেলায় বাংলাদেশসহ ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, দেশের শিল্প খাতের উন্নতির জন্য অভিযোগের পাশাপাশি অর্জন ও অগ্রগতিকে স্বীকৃতি দিতে হবে। দেশে কাঁচামাল না থাকায় শিল্পকে এগিয়ে নিতে মানবসম্পদ, পরিবহনব্যবস্থা, পূর্বপ্রস্তুত ও পরবর্তী প্রস্তুত কার্যক্রম শক্তিশালী করা অত্যন্ত জরুরি। শুধু নকশা বা আকার বদল নয়, সিরামিকশিল্পে পণ্যের মান, সৌন্দর্য ও কার্যকারিতা উন্নত করতে হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে ব্যবসা আর পরিচিতির ভিত্তিতে চলবে না। দক্ষতা, প্রতিযোগিতা ও উদ্ভাবনই হবে মূল শক্তি। সরকার শিল্প খাতকে সহায়তা করতে প্রস্তুত। তবে শিল্পকেও নিজেকে নিয়মমানা, প্রতিযোগিতায় সক্ষম ও উদ্ভাবনী শক্তিতে সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, বিসিএমইএর প্রেসিডেন্ট মঈনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ ও জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন। আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক বাংলাদেশ প্রতিদিনকে জানান, এবারের এক্সপোতে তারা কয়েকটি অভিনব সিরিজ তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে প্যানোরা প্ল্যাংক টাইলস, ডিডিজি সিরিজ, সিয়েরা এবং ডায়মন্ড গ্লেজ টাইলস। প্রতিটি টাইলসেই আধুনিক ডিজাইন ও উচ্চমানের সমন্বয় নিশ্চিত করা হয়েছে। ফ্রেশ সিরামিকসের প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম জিয়াউল ইসলাম জানান, তারা এমন টাইলস প্রদর্শন করছেন যেগুলো সাধারণের তুলনায় অনেক হালকা, যা ভবনের ওপর চাপ কমিয়ে ভূমিকম্পজনিত ক্ষতির ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। পাশাপাশি তারা নিয়ে এসেছে হিট-প্রুফ টাইলস, যা ঘরের ভিতর ও বাইরে উভয় স্থানেই উপযোগী।
চার দিনের মেলায় তিনটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি ও বিটুসি মিটিং, লাইভ ডেমোনেস্ট্রেশন, স্পট অর্ডার, র্যাফল ড্র ছাড়াও রয়েছে নানা আয়োজন।